Saturday, March 15, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে ভান্ডারী মাজার পূজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে ভান্ডারী মাজার পূজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাহফুজুর রহমান, ঘোড়াঘাট,(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভান্ডারী মাজার পূজা ও কোরআন অবমাননার অনুভূতিতে অব্যাহত আঘাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সে রাতে মোস্তাকিম পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন ভাই মোটর্স এর শো-রুমের সামনে এসে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,৩নংসিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান চৌধুরি মুফতি মাওলানা মুহাম্মদ মোনোয়ার হোসেন মা: মোঃ ফজলুল হক মুফতি মহিবুল্লাহ মুফতি শাহিন রেজা মোঃ মমিনুল হক বক্তারা বলেন ওরশের নামে নারী পুরুষের অবাধ বিচরণ জিকিরের নামে তবলা বাজিয়ে ভণ্ডামি মদ গাঁজার আসর সহ কোনো অপকর্ম করা যাবে না মাজারের জায়গায় মসজিদ নির্মাণের দাবি জানিয়ে বলেন মাজারে পূজা অনুষ্ঠান ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি এলাকায় বিভ্রান্তির সৃষ্টি করছে। তাঁরা এ ধরনের আয়োজন বন্ধের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে আগামী রবিবারে ডিসি, এসপি,ইউএনও ওসি ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন বিক্ষোভ মিছিলে স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ২শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষার পক্ষে, কিন্তু ইসলামের বিধানের পরিপন্থী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, মাজার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি তাঁদের দীর্ঘদিনের আয়োজন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার স্বার্থে তাঁরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর