Saturday, April 19, 2025
Homeজাতীয়ঘোড়াঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

ঘোড়াঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় । পরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত ভোজের আয়োজন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম, উপজেলা শিল্পকলা একাডেমী ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ অনেকে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর