Saturday, March 15, 2025
Homeখেলাধুলাগোলবিহীন রোনালদো, ভুলের পসরা সাজিয়ে হার আল নাসরের

গোলবিহীন রোনালদো, ভুলের পসরা সাজিয়ে হার আল নাসরের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

স্পোর্টস ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে আল নাসরের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আর পর্তুগিজ তারকা গোল না পেলে জয়ের সম্ভাবনা কমে। গতকাল শুকবার সেই অভিজ্ঞতা হলো আবারও। সৌদি প্রো লিগে অপ্রত্যাশিতভাবে আল ইত্তিফাকের কাছে ২-৩ গোলে হেরে গেছে আল নাসর।

শুক্রবার রাতে আল নাসর ঘরের মাঠে আল ইত্তিফাকের মুখোমুখি হয়। প্রথমার্ধেই গোল করার জন্য অন্তত তিনটি ভালো সুযোগ আসে রোনালদোর কাছে। কিন্তু তিনি সফরকারী দলের গোলরক্ষক রোডাককে পরাস্ত করতে পারেননি।

লক্ষ্যে ১৩ শট নেওয়ার পর অবশেষে ৪৭ মিনিটে আইমান ইয়াহিয়ার হেডে প্রথম গোলের দেখা পায় আল নাসর। কিন্তু ৮ মিনিট পরই জর্জিনিও উইজনালডামের অসাধারণ গোলে ১-১ সমতায় ফেরে ইত্তিফাক। এরপর ৬৫ মিনিটে আবারও দুর্দান্ত হেডে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ আল ফাতিল।

বাকি সময় আল নাসর আক্রমণাত্মক খেলতে থাকে। স্বাগতিকদের খেলা দেখে মনে হচ্ছিল, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে। কিন্তু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে রক্ষণভাগ দুর্বল করে ফেলে আল নাসর। সেই ভুলের মূল্য দিতে হয় শেষ মুহূর্তে।

৮২ মিনিটে ডানদিক থেকে আক্রমণে আসে ইত্তিফাক। অতিথি দলের ক্রস ঠেকাতে গিয়ে ভুল করে আত্মঘাতী গোল করে বসেন আল নাসর তারকা আল ফাতিল। যা সতীর্থদের হতবাক করে দেয়।

এরপর কোচ স্টেফানো পিওলি একটি বিস্ময়কর সিদ্ধান্ত নেন। সেরা ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে বদলি করে মাঠ থেকে তুলে নেন, অথচ আত্মঘাতী গোল করা ফাতিলকে খেলতে দেন। এতে আল নাসরের রক্ষণভাগ বিশৃঙ্খল হয়ে পড়ে।

৮৯ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইজনালডাম সহজেই গোল করেন। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিফাক।

৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজমের পর আরও বিপাকে পড়ে আল নাসর। প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জন ডুরান। রোনালদো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালেও কলম্বিয়ান সতীর্থের জন্য শাস্তি কমাতে পারেননি।

অবশেষে ২-৩ গোলে হেরে প্রো লিগের টানা পাঁচ ম্যাচের জয়যাত্রা থামায় আল নাসর। আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের সুযোগও হাতছাড়া হয়।

বর্তমানে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে স্টেফানো পিওলির দল।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর