গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। একইসঙ্গে বাহাদুর রহমান (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি বাহাদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ কাঠামোড় বাজারের মহাসড়কের ওপর থেকে এসব মাদকসহ বাহাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই মাদক বহনের কারণে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
– গাইবান্ধা প্রতিনিধি