Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধায় বাসচাপায় দুইজন নিহত

গাইবান্ধায় বাসচাপায় দুইজন নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া।

স্থানীয় লোকজন জানান, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।

তিনি বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নামপরিচয় পরিচয় পাওয়া গেছে, পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর