Saturday, April 19, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামের এক সমিল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন জুয়েল (৩৫)। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা।

আহত জুয়েল বলেন, চোখের পলকে কি থেকে কি হয়ে গেলো কিছুই বুঝে উঠার আগেই সব শেষ।

স্থানীয়রা জানান, নিহত জয়নাল তার শ্যালক জুয়েলের সঙ্গে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেল চালক জুয়েল গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, আপনাদের মাধ্যমে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর