অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ফাগুনের শুরুতে ঝড় বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে আমন চাষীদের মাঝে। জেলাজুড়ে বৃষ্টির সঙ্গে বাতাস বয়ে গেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে পনে ১২ টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে কিছুক্ষণ পরে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস হয়। এর আগে সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘন্টাব্যাপী চলা এই বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃষ্টিতে খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষজন বিপাকে পরেন। তবে ফাগুনের এই বৃষ্টিতে ধান, গম, ভুট্টা, আলু, আম, শাকসবজী সহ বিভিন্ন ফসলের উপকার হবে।
বৃষ্টি খানিকটা আর্শীবাদ হয়ে এসেছে। সেচের জন্য অবিরাম তোলা পানির উপর চাপ কিছুটা হলেও কমবে। তাই ফসলের ভালো ফলনের আশা চাষীদের।
জেলা সদরের ভোগডাঙ্গা এলাকার কৃষক আবুল কালাম বলেন, ফাল্গুনে বৃষ্টি হওয়া ফসলের জন্য খুবই উপকারী। এসময়ের বৃষ্টিতে ধান, গম, ভুট্টা সহ সব ধরনের ফসলের ভালো ফলন আশা করা যায়। এই বৃষ্টির পানিতে কৃষকের সার ও সেচের খরচ কিছুটা হলেও কমবে।
কুড়িগ্রাম পৌর এলাকার রিকশা চালক আমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ। তারমধ্যে বৃষ্টিতে শহরের রাস্তা ফাঁকা, যাত্রী সংখ্যাও অনেক কম। ঠান্ডা বাতাস ও বৃষ্টিতে বিপাকে পরে গেলাম।
কৃষি সম্প্রসারণ অধিদফতর, কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান বলেন, ফাল্গুনের এই বৃষ্টিতে কুড়িগ্রামের মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। এই সময়টা নদী নালার পানি শুকিয়ে যাওয়ার ফলে পানির সংকট সৃষ্টি হয়। ফলে চরের কৃষকরা চাষাবাদ নিয়ে বিপাকে পরেন। সেই কারণে এই বৃষ্টি কৃষকদের জন্য উপকারী। সেই সঙ্গে ফসলের ফলন বেশি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
স্থানীয় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রবিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ফসলের জন্য উপকারী।