সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
কাহারোলে বহুল আলোচিত মাহীর খুনির ফাঁসির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায়, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গড়েয়া নামক স্থানে ঠাকুর গাও টু দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে কাহারোলে বহুল আলোচিত মাহী হত্যা খুনি আসিফের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী, ছাত্র ও যুব সমাজ ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাহীর পিতা মোঃ জুয়েল ইসলাম, ভাতগাও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ রেজাউল করিম,সহ যুব-বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ভাতগাও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গণ।