মাফি মহিউদ্দিন
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
উৎসবমূর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে পূজা মন্ডবগুলোর চার দিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে মানুষ। পূজা উৎসব ও মন্ডবগুলো পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মনিটরিং কমিটি।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর হতে গত ক’দিনের মত মন্ডবে মন্ডবে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। এসময় সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর টিম, বাংলাদেশ পুলিশ বাহিনীর টিম, পূজা উদযাপনে গঠিত উপজেলা মনিটরিং কমিটি। পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সাথে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির, উপজেলা মনিটরিং কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা মনিটরিং কমিটির সদস্য আবু হাসান শেখ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রমুখ।
উপজেলায় ১ শত ২০ টি পূজা মন্ডবে উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্ডবে মন্ডবে পুলিশ, আনসার সদস্য, স্বেচ্ছাসেবক টিম রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে।