অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বদরুল ইমাম মিল্টন খন্দকার (৩০) ও আওয়ামী লীগ নেতা মনছুর আলী (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার বালারহাট বাজার থেকে মিল্টন খন্দকারকে এবং ফুলবাড়ী বাজার থেকে মনছুর আলীকে গ্রেফতার করে।
গ্রেফতার বদরুল ইমাম মিল্টন খন্দকার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকারের ছেলে। অন্যদিকে মনছুর আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান আসাদ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার বালারহাট বাজারে ও ফুলবাড়ী বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আসামীদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।