তারাগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পথসভা অনুষ্ঠিত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নেতা ও রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম পথসভা করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাতটায় উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গিরহাট বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন,
“জনগণই পরিবর্তনের উৎস। ইসলামি রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা জনগণের সেবা করতে চাই, তাদের ভাগ্য পরিবর্তন করতে চাই।”
তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন