শাসন নয়, সেবা দিতে চাই : আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা বাংলাদেশের মানুষকে শাসন নয়, সেবা দিতে চাই। রাজনীতি মানে ক্ষমতা ভোগ নয়, মানুষের কল্যাণে কাজ করা।”
শনিবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্থানীয় শাপলা চত্বরে সমবেত হন। পরে বিশাল শোভাযাত্রা নিয়ে পীরগাছা বাজার প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে পথসভায় যোগ দেন তারা।
আখতার হোসেন আরও বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও সুবিচার থেকে বঞ্চিত। দেশের রাজনীতি আজ দুর্নীতি ও স্বজনপ্রীতিতে জর্জরিত, যার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে তরুণরা কর্মসংস্থান পাবে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, আর নারীরা নিরাপদে মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. শরীফ উদ্দিন, মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মণি, প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে আখতার হোসেন বিমানযোগে রংপুরে এসে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন