পীরগাছায় বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত
রংপুরের পীরগাছায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।
এ বছর উপজেলার ৯টি ইউনিয়নের ৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বুশরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন,“কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনার এই সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং আধুনিক কৃষিকাজে উৎসাহিত করবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “সরকারি প্রণোদনা পেয়ে কৃষকেরা আগাম মৌসুমে মানসম্পন্ন বীজ ব্যবহার করতে পারবে। এতে ফলন যেমন বাড়বে, তেমনি কৃষকদের মধ্যে বোরো আবাদে নতুন উদ্দীপনা তৈরি হবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন