আজঃ শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫ -এ ২৩ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর • নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি • বৈষম্য মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ডা. জাহিদ • নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তি আটক : ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড • মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু • চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর • নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি • বৈষম্য মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ডা. জাহিদ • নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তি আটক : ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড • মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

পীরগাছায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 অক্টোবর, 2025

আপনার চোখ কে ভালবাসুন "Love Your eyes"এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.আবু জাফর মুহাম্মদ কামরুল ইসলাম,জুনিয়র কনসালটেন্ট(শিশু),ডা.দীপ জ্যোতি সরকার,জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন), ডা.মনিকা মজুমদার,জুনিয়র কনসালটেন্ট (শিশু),মেডিকেল অফিসার ডা.রাশিদা আক্তার রেশমা,ডা.নওরীন জাহান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পীরগাছা এরিয়া ম্যানেজার মোছা: নারর্গীস পারভীন, প্রোগ্রাম অর্গানাইজার,সৌরভ কুমার মন্ডল প্রমূখ। 
আলোচনা সভায় জুনিয়র কনসালটেন্ট(শিশু),   ডা.আবু জাফর মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, চোখ আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। নিয়মিত চোখ পরীক্ষা ও যত্ন নেওয়া প্রত্যেক মানুষের অভ্যাসে পরিণত করতে হবে। দৃষ্টিশক্তি হারানোর অনেক কারণই প্রতিরোধযোগ্য, যদি আমরা সচেতন হই।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পীরগাছা এরিয়া ম্যানেজার মোছা: নারর্গীস পারভীন জানান,আমরা প্রত্যন্ত এলাকায় চোখের চিকিৎসা সহজলভ্য করতে কাজ করছি। যেন কেউ দৃষ্টিশক্তি হারিয়ে জীবনের আনন্দ হারিয়ে না ফেলে।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এ সেবায় অংশ নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা তাই প্রত্যেকের উচিত বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম