পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম যোগদান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পঞ্চগড় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পেশাদারিত্ব, সেবা ও সততা এই তিন মূলনীতিকে সামনে রেখে পঞ্চগড়বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করব।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারের নেতৃত্বে পঞ্চগড় প্রেসক্লাবের সকল সাংবাদিক ও আইনশৃঙ্খলাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন