আজঃ রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ -এ ২৩ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা • বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুলাই যোদ্ধা মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 7 ডিসেম্বর, 2025

জুলাই আন্দোলনে আহত পঞ্চগড়ের আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবাছাইহীন’ অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ নামে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন। 
শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ করা হয়। প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম
বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদকে জড়িয়ে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সমগ্র ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের উদ্যোগ, ঐক্য ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
সংগঠনটির দাবি- শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে। সেই কার্যক্রম দুর্বল করতে সরকারি বরাদ্দকৃত চাল উত্তোলনের টাকার বিষয়টি নিয়ে মনগড়া গল্প বানিয়ে ভুল ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে। অথচ এ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ সংগঠনের সর্বোচ্চ পাঁচ সদস্যের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে।
ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম বলেন, একজনকে লক্ষ্য করে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও হেনস্তা করা হচ্ছে। সংগঠনের হিসাব সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়- এটি ব্যক্তিগত জবাবদিহিতার বিষয় নয়। যাচাই না করে যেসবসব ছড়ানো হয়েছে, তা সরাসরি সম্মানহানির শামিল।
তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচার শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়- বরং শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্বার্থে সংগঠনের চলমান কাজের বিরোধিতা।
বিবৃতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও দেশপ্রেমিক সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- মিথ্যা ও বানোয়াট প্রচারণা রুখে দাঁড়ানো সময়ের দাবি।
জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের পানিডুবি এলাকায়। গতবছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় আহত হন তিনি। এছাড়া রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষীও তিনি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম