জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিতসহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন চেয়ে পঞ্চগড়ে শনিবার দুপুরে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে প্রধানত দাবি রাখা হয়েছে— (১) আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ কার্যকর করে আদেশ জারি ও গণভোট আয়োজন, (২) জাতীয় নির্বাচনে উভয় প্রক্রিয়া ও পদ্ধতি চালু রাখা, (৩) সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, (৪) সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ—জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির অভিযোগ—এসবের তদন্ত ও বিচার দৃশ্যমান করা এবং (৫) স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কর্মরত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন স্মারকলিপি প্রদানের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বলেন, দেশ ও জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির প্রক্রিয়া চালিয়ে যাব; দাবি মেনে নেওয়া না হলে আর কাজগুলো থামবে না।” তিনি সমাজ ও রাজনৈতিক পর্যায়ে অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জেলা জামায়াতের অন্যান্য নেতারা জানান, পঞ্চগড়ে জামায়াতে ইসলামী, জাগপা ও খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো একযোগে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেছে এবং দেশের অন্যান্য জেলায়ও এ ধরনের কর্মসূচি সংগঠিত করা হয়েছে। তারা তাত্ক্ষণিকভাবে এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন