এনসিপি'র কর্মসূচি বানচালের জন্য নেসকো পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলের লংমার্চ ও কর্মসূচি ভাঙা-চেষ্টা হিসেবে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ রয়েছে; এ ধরনের রাজনৈতিক পক্ষপাতকারীদের পঞ্চগড়ে স্থান দেওয়া হবে না। শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড় শহরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “এটা দুর্ঘটনা নয়—আমাদের তিনটি বড় কর্মসূচির সময়ই একই কৌশল দেখা গেছে। নেসকো যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’’ তিনি নেসকোর মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের সামনে জবাবদিহির আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, “নেসকোসহ কিছু সরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে—এমন প্রমাণ জনগণের হাতে এসেছে। যারা রাজনৈতিক পক্ষপাত করবে, তাঁদের ভবিষ্যত অপরাধভারের সঙ্গে মেলানো হবে।” ক্ষোভ উগরে সারজিস বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো—তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”
একই সময় তিনি সেনাবাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগও তোলেন এবং তাদের বিচার দাবি করেন। সারজিস বলেন, “সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি; তবে যারা অন্যায়ে সম্পৃক্ত ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে, না হলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।” তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের প্রস্তাবিত কার্যক্রমকে স্বাগত জানান।
রাজনৈতিক সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নের প্রসঙ্গে সারজিস আলম বলেন, “জুলাই সনদে স্বাক্ষ্যের তারিখ নিয়ে ছোটখাটো দফার-অদফা বড় বিষয় নয়—বড় বিষয় হল সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও কার্যকর করা। সনদ বাস্তবায়ন না হলে জনগণ প্রতারিত হবে।”
এর আগে তেঁতুলিয়া থেকে শুরু হওয়া এনসিপির ১৬০ কিলোমিটার দীর্ঘ লংমার্চটি পঞ্চগড়ে এসে সমাবেশে মিলিত হয়। লংমার্চ ও সমাবেশে জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির শতাধিক নেতা-কর্মী অংশ নেন; কয়েকশ মোটরসাইকেলের বহর রাস্তায় ছিল দৃশ্যমান। পথসভায় সারজিস আলম নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন—“চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের আর ছাড় নেই; জনগণই শেষ সিদ্ধান্ত নেবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন