নুরের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ্, কিশোরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি লাভলু হক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। এখনও কেন তাকে গ্রেফতার করা হয়নি, তার জবাব প্রশাসনকে দিতে হবে। তারা অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনী দেশে অরাজকতা সৃষ্টি করছে এবং স্বৈরাচারের দোসরদের প্রশ্রয় দিচ্ছে।
বক্তারা আরও বলেন, নুরুল হক নুরের উপর হামলাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। একইসাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন