আজঃ সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ -এ ২৪ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা • বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নীলফামারীতে ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে স্পোর্টস ব্যাগ বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 12 অক্টোবর, 2025

নীলফামারীর ফুটবলপ্রেমী তরুণদের উৎসাহিত করতে জেলা পরিষদের উদ্যোগে দুই একাডেমির ১৫০ জন খেলোয়াড়ের মাঝে স্পোর্টস ব্যাগ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নীলফামারী ফুটবল একাডেমি ও ওহাব ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে মানসম্মত পানির পাত্র ও টিফিন বক্সসহ স্পোর্টস ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় তিনি বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে জেলা প্রশাসন ও জেলা পরিষদ একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

ক্রীড়া সংগঠক ও বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) অ্যাড. আবু মো. সোয়েম বলেন, “জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে নীলফামারীতে ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে—এটি আমাদের সবার জন্য বড় পাওয়া। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।”

অনুষ্ঠানের সঞ্চালক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া বিকাশেও জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করছে এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম ও ক্রীড়া ব্যক্তিত্ব ভুবনমোহন তরফদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম