আজঃ শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫ -এ ২৩ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর • নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি • বৈষম্য মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ডা. জাহিদ • নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তি আটক : ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড • মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু • চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর • নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি • বৈষম্য মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ডা. জাহিদ • নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তি আটক : ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড • মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে এক যুবক আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 11 অক্টোবর, 2025

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কোরান শরীফ অবমাননা করায় রেদওয়ান( আতিক) (২০) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রেদয়ান উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নুরু ইসলাম কামারের ছেলে । 

১০ অক্টোবর শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসলমানগন। 

কোরআন শরীফ অবমাননার বিষয়ে জানতে চাইলে রেদয়ানের মা বলেন, আমার ছেলে রেদওয়ান দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছে। আমরা ওর চিকিৎসা করাচ্ছি। 

আজ দুপুরের পরে রেদওয়ান আমার কাছে ঢাকা যাবে বলে টাকা চায়। আমি টাকা দিতে না পারায় রাগে ফেটে পরে। ঘরে থাকা জিনিসপত্র ছুড়ে মারে। ওখানে একটি কোরআন শরীফ ছিল, অজানা বশত ঢ়েল মারছে । 

সন্ধ্যায় আমার ছেলে বাজারে গেলে কিছু লোক বিষয়টির ব্যাপারে ছেলের কাছে জানতে চায়। 

এতে আমার ছেলে বলে মা টাকাও দেয়না বিয়েও দেয় না। 

এরপর অনেক মানুষ আমার ছেলেকে মারপিট করে থানায় খবর দেয়। কিছুক্ষণ পরে থানা পুলিশ আমার ছেলে রেদওয়ানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়। রেদওয়ান বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হাসপাতালে দায়িত্বে থাকা রবিউল ইসলাম বলেন, ছেলেটিকে মারপিট করা হয়েছে। বড় রকমের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তাকে ভর্তি করেছি। ছেলেটির আগের চিকিৎসা পত্রে মানসিক রোগের কিছু ওষুধ লেখা আছে। 

থানা পুলিশ রেদোওয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটককৃত যুবক হাসপাতালে ভর্তি আছে, আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম