আজঃ রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ -এ ২৩ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে শাপলা কাপ ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত • পলাশবাড়ীতে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর দিকে • দিনাজপুর-৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক স্থানীয় নেতাকর্মীদের • কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার • হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা • পার্বতীপুরে শাপলা কাপ ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত • পলাশবাড়ীতে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর দিকে • দিনাজপুর-৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক স্থানীয় নেতাকর্মীদের • কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার • হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

ভুরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে ট্রাক্টর দিয়ে আবাদি জমির ধান নষ্ট করলো প্রতিপক্ষ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 10 অক্টোবর, 2025

জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ১০ বিঘা জমির রোপা আমন ফসলের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ধান চাষী আব্দুল মান্নান। 

ঘটনাটি ঘটেছে ৮ অক্টোবর বুধবার  উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে । 

অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার ইব্রাহিম আলী মাস্টার গং দের সাথে একই এলাকার মৃত লোকমান আলীর ছেলে আব্দুল মান্নানের পরিবারের ১১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ভোগদখল শর্তের প্রেক্ষিতে চলতি আমন মৌসুমেও ওই জমিতে আব্দুল মান্নান রোপা আমন চাষ করেন। চাষকৃত ওই আমন ধান পরিপূর্ণ থোর হয়েছে এবং ধান বের হচ্ছে । এ অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রুবেল, কামরুজ্জামান, ইব্রাহিম, হাবিবুর, আ: হাই, কুদ্দুছ , ছালাম, শওকত সহ ২৫-৩০ জন নারী-পুরুষ ও তাদের লোকজন লাঠি-শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে জমি জবর দখলের চেষ্টা করে এবং ট্রাক্টর দিয়ে ১০ বিঘা জমির ফুল আসা ধান ক্ষেত ও ১ বিঘা কালাই ক্ষেত গুড়িয়ে নষ্ট করে দেয়।
 এ সময় মান্নানের পরিবারের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ অস্ত্র-সস্ত্র নিয়ে হত্যার হুমকি ও গুম করে ফেলবে বলে চলে যায়। 

স্থানীয়রা জানান, দীঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব চলে আসছে। প্রায় ধান আসা ফসলগুলো ট্রাক্টর দিয়ে নষ্ট করা হয়েছে। ঘটনাটি আসলে ন্যাক্কারজনক। এটা মানুষের উপর অত্যাচার করা ছাড়া আর কিছুই নয়। এটা মানুষের বিবেককে নাড়া দেওয়ার মতো একটা ঘটনা।

ভুক্তভোগী আব্দুল মালেক ও মাসাদুল ইসলাম বলেন, আমরা মোট ১০ বিঘা জমিতে আমন চাষ করেছি। ১ বিঘা জমিতে কালাই আবাদ করেছি। আর কিছুদিন পর ধান ঘরে তুলতে পারতাম। 

 আমাদের সেই আশায় পানি ঢেলে দিলো।  ফুল আসা ধান গাছ ও কালাই ট্রাক্টর দিয়ে নষ্ট করে ফেলেছে তারা। আমাদের সর্বশান্ত করে দিয়েছে। এর সুষ্ঠু বিচার কামনা করেন ভুক্তভোগী ও তার পরিবার। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অভিযোগ এর বিষয়ে মামলা রুজু করা হয়েছে । মামলাটি তদন্তাধীন রয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম