আজঃ রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ -এ ২৩ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা • বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলন : কলেজছাত্র আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 12 অক্টোবর, 2025

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় মিরাজ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে শনাক্ত করে আটক করে।

আটককৃত যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি গত শুক্রবার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডের রশিতে জুতা বেঁধে উত্তোলনের একটি ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক মোবাইলে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকার জায়গায় জুতা বেঁধে তা উত্তোলন করছেন। পাশে আরও তিন-চারজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম