হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা
আমদানি বন্ধ ও সরবরাহ সংকটের অযুহাতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা, অন্যদিকে বাজার স্বাভাবিক রাখতে আমদানির বিকল্প নেই বলছেন আমদানিকারকরা।
আজ শনিবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। যা সপ্তাহ খানেক আগে বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। নীরব সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ক্রেতাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা বলে দাবি ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিং ও আমদানির দাবি তাদের।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে রাজা মিয়া বলেন, মাঝে মাঝেই পেঁয়াজের দাম বাড়ায় আমাদের বিপাকে পড়তে হয়। সেদিন কিনলাম এক দামে আজ কিনলাম আরেক দামে। কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা বেশি দিয়ে কিনতে হলো। এটা আমাদের জন্য খুবই কষ্টকর।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মঈনুল ইসলাম বলেন, হঠাৎ করে কয়েকদিন থেকে মোকামে সরবরাহ সংকট হওয়ায় সেখানে পেঁয়াজের দাম বেড়েছে। আগে প্রতি মণ পেঁয়াজ ক্রয় করেছি ৩২০০ থেকে ৩৫০০ টাকায় আর এখন কিনতে হচ্ছে ৪৫ থেকে ৪৭০০ টাকা মণে। এতে করে পরিবহন খরচ সহ প্রতিকেজি বিক্রি করতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে যা কয়দিন আগে বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকায়।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, সামনে রমজান মাস বর্তমান যে পেঁয়াজের বাজার তার লাগাম টানতে হলে আমদানির সুযোগ তৈরি করে দিতে হবে না হলে দাম আরো বাড়বে বলে জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন