ভূমিদস্যুদের কবল থেকে আদিবাসী স্কুল ও মাঠ দখলমুক্তির দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন
দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমিদস্যুদের হাত থেকে আদিবাসী সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার জয়পুরপাড়া বাগদাফার্ম এলাকার আদিবাসী শহীদ স্মৃতি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে দিনাজপুর–বগুড়া মহাসড়কের আজাদ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও এলাকাবাসী। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে দিনাজপুর–বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যুরা জোরপূর্বক স্কুল ভবন ও ফুটবল মাঠ দখল করে নিয়েছে। শিক্ষার্থীরা স্কুলে গেলে দখলকারীরা তাদের হুমকি দিচ্ছে, ফলে আতঙ্কে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না।
বক্তারা আরও বলেন, “এই স্কুলটি আমাদের শিশুদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এটি দখল হয়ে গেলে আমাদের প্রজন্ম অশিক্ষা ও অন্ধকারে ডুবে যাবে।” তারা অবিলম্বে দখলমুক্তির দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা ডা. ফিলিমন বাস্কে, ব্রিটিস স্বরেন, অঞ্জলী মুরমু, রিপন বেসরা, খোকন সুইটেন, হাসান মোরশেদ, জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত স্কুল ও মাঠ দখলমুক্ত না করা হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, ভূমিদস্যুদের হাত থেকে স্কুল ও মাঠ উদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে আদিবাসী শিশুদের নিরাপদে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন